প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৩, ২০২১ সময়ঃ ৭:১৬ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ-

গাজীপুর মহানগরের পূবাইলের নিমতলী এলাকায়  ২৩ জুলাই শুক্রবার দুপুরে রেলপথ থেকে অজ্ঞাত (৩৫) পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী-ভৈরব ডাবল রেলপথের নিমতলী রেল ব্রিজের পূর্ব পাশে একটি লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা রেল পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১২ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায় রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফঁাড়ির উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদি বলেন, নিমতলী রেল ব্রিজের পূর্ব পাশে ঢাকাগামী রেল লাইনে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা সংবাদ দেয়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে ঘি রঙের ফুল শার্ট এবং প্রিন্টের লুঙ্গি রয়েছে। অজ্ঞাত কোন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে তিনি ধারণা করছেন। তবে স্থানীয়দের ধারণা, ‘ট্রেনে কাটা পড়েছে’ বলে চালিয়ে দিতে যুবকটিকে হত্যার পর দুবৃত্তরা লাশ রেল লাইনে ফেলে যেতে পারে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com