প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৮, ২০২১ সময়ঃ ৮:৩২ অপরাহ্ণ

আসাদুজ্জামান ফজলু, দিগন্তবার্তা ডেক্স, ১৮ জুলাই:-
ময়মনসিংহের ভালুকায় বেনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে উপজেলার উত্তর হবিরবাড়ি এলাকায় অবস্থিত এক্সিকিউটিভ এটায়ার লিমিটেড নামে একটি ফ্যাক্টরীতে শ্রমিকরা রোববার সন্ধ্যায় মিল গেটে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে শিল্পপুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রমিক সূত্রে জানা যায়, তারা এই ফ্যাক্টরীর সুয়িং, কাটিং ও ফিনিশিং সেকশনে নারী-পুরুষ প্রায় ৮ শতাধিক লোক কাজ করেন। গত রমজানের ঈদে তারা কমবেশি বোনাস পেয়েছেন। কিন্তু এই ঈদে তাদেরকে গত জুন মাসের বেতন দেয়া হলেও বোনাস না দেয়ার জন্য তালবাহানা করা হচ্ছে। তাছাড়া চলতি মাসের অর্ধেক সময় তারা কাজ করেছেন। তাই চলতি মাসের অর্ধেক বেতন ও বোনাসের জন্য তারা মিল কতর্ৃপক্ষের কাছে দাবি করে মিল গেটে বিক্ষোভ করেন। মিল কতর্ৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোন সিদ্ধান্ত না দিয়ে জোড়পূর্বক মুল ফটকের ভেতর আটকিয়ে রেখেছেন। শ্রমিকরা অভিযোগ করেন, ইতোমধ্যে বিভিন্ন ত্রুটি দেখিয়ে অন্তত ২০০ শ্রমিককে বিনা নোটিশে ছাটাই করে দিয়েছেন। প্রতিবাদ করলে মামলার হুমকী দেয়া হয়ে থাকে বলে শ্রমিকরা জানান।
মিলের অ্যাডমিন ম্যানেজার (এইচআর) আরমান চৌধুরী বদরুল জানান, শ্রমিকরা চলতি মাসের ১৫ দিনের বেতন দাবি করেছিলো। কিন্তু সরকারীভাবে সিদ্ধান্ত না থাকায় তা দেয়া সম্ভব হচ্ছেনা। এ ব্যাপারে উপরমহলের সাথে আলোচনা চলছে। কিছুক্ষনের মধ্যে শ্রমিকদের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।
ভালুকা শিল্পপুলিশের এএসপি কাজি সাইদুর রহামান জানান, এক্সিকিউটিভ এটায়ার লিমিটেড মিলে শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে তারা মিল গেটে গিয়ে শ্রমিকদের শান্ত করেন। মিল গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com