প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৬, ২০২১ সময়ঃ ৬:৪১ অপরাহ্ণ

 স্টাফ  রিপোর্টার,  দিগন্তবার্তা,  ১৬ জুলাই:-
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি এলাকায় দা দিয়ে কুপিয়ে  আর্টি ডায়িং ফ্যাক্টরির মালিক শিল্পপতি আব্দুর রাজ্জাকের দুই পা দা দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করা মামলার প্রধান আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
 ১৫ জুলাই বৃস্পতিবার গঁফরগাওয়ের কান্দিপাড়া, ভালুকার কাঠালি ও পারুলদিয়া এলাকায় দিনভর অভিযান চালিয়ে  মামলার প্রধান আসামী জসিম উদ্দিন পাঠান (৫৫) ও তার সহযোগী রুহুল আমিন পাঠান (৪০), ইকবাল পাঠান (৩৮) ও মাসুম মোল্লাকে (৫০) গ্রেফতার করে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর একটি আভিযানিক দল।
পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে জসিম  উদ্দদিন পাঠানের বাড়ির পাশের পুকুর থেকে সহিংসতায় ব্যবহৃত দা-টি উদ্ধার করা হয়। এর আগে ঘটনার দিন বুধবার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
১৬ জুলাই শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১৪-এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত এসব তথ্য জানান।
তিনি বলেন, মূলত জমি নিয়ে বিরোধের জন্যই এই নৃশংস ঘটনা ঘটায় জসিম পাঠান ও তার সহযোগীরা।
গত বুধবার দুপুরে ভালুকার কাঠালি এলাকার আর্টি কম্পোজিট নামে একটি ডায়িং কারখানার মালিক আব্দুর রাজ্জাকের উপর হামলা চালিয়ে তার দু’পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে জসিম পাঠান ও তার সহযোগীরা। পরে ওই শিল্পপতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিনই ভালুকা থানায় একটি মামলা দায়ের করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com