প্রকাশিত হয়েছেঃ জুলাই ১০, ২০২১ সময়ঃ ৮:০৭ অপরাহ্ণ
গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক, ১০ জুলাই:-
দৈনিক নয়া দিগন্তের গাজীপুর জেলা সংবাদদাতা মোহাম্মদ আলী ঝিলনের পিতা ও বাংলাদেশ সমরাস্ত্র কারখানার সাবেক উচ্চমান সহকারি মোহাম্মদ আতিক উল্লাহ (৭৫) শনিবার দুপুর ২টায় গাজীপুর মহানগরের চতর এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা চতর নয়াপাড়া মসজিদে নামাজে জানাযা শেষে মরহুমের লাশ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।