প্রকাশিত হয়েছেঃ জুলাই ৮, ২০২১ সময়ঃ ৪:২৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ৮ জুলাই:-
৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ভালুকার মেহেরাড়ী গ্রামে স্থানীয় বন বিভাগ মরহুম মুক্তিযোদ্ধা আমির উদ্দীনের অসহায় পরিবারের দোকান ঘরসহ কয়েকটি স্থাপনা ভেঙ্গে দিয়েছে বলে পরিবারের অভিযোগ। এ সময় ক্ষতিগ্রস্তরা বন কর্মকর্তা মহিলাদের সাথে অসদাচরণ করেছে বলে জানায়।
মরহুম মুক্তিযোদ্ধার স্ত্রী আছিয়া খাতুন (৬২) জানান, প্রায় ৪০ বছর যাবৎ তিনি স্বামী সন্তানদের নিয়ে ওই জমিতে বাড়ীঘর করে বসবাস করে আসছেন। স্বামী বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দীনের মৃত্যুর পর দুই ছেলে খাইরুল (৪৫) ও জহিরুল (৪২) দুই মেয়ে, ছেলে বউ নাতি নাতনি নিয়ে বসবাস করছেন। তিনি মুক্তিযোদ্ধা ভাতার টাকা পান ছেলেরা দোকান ব্যবসা করে এতে কোন রকমে ২৫/৩০ জনের সংসার চলে। তিনি জানান, বুুধবার সকালে অতর্কিতে হবিরবাড়ী বন অফিসের লোকজন তার ছেলেদের দোকান ঘর, টয়লেট ও একটি একচালা ঘর ভেঙ্গে ফেলে। বাধা দেয়ায় ছেলের বউ সাবিনা বেগমকে গাল মন্দসহ ভয়ভীতি প্রদর্শণসহ গাড়িতে তুলে নেয়ার চেষ্টা ও মামলা দেয়ার হুমকি দিয়ে যায়।
এ ব্যাপারে ভালুুুুকা রেঞ্জ কর্মকর্তা নুর মোহাম্মাদ জানান, মেহেরাবাড়ী মৌজার ১০৯ দাগে বনবিজ্ঞপ্তিত বিশাল এলাকা দখলে নিয়ে ওরা বাড়িঘর নির্মাান করেছে। এমনকি মহাসড়কের পাশে দোকাানপাট নির্মান করেছে। আমরা ওই দোকানের কিছু অংশ ভাঙচুুুর করেছি। মুত্তিযোদ্ধা পরিবার কিনা, তাা আমার জানা ছিলোনা।