প্রকাশিত হয়েছেঃ জুলাই ৮, ২০২১ সময়ঃ ১২:১৯ পূর্বাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক:-
গাজীপুর মহানগরের টঙ্গীতে ৭ জুলাই বুধবার একটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদালত এসময় বাড়ির মালিক ও কনের বাবাকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার জরিমানা আরোপ করেন।
বুধবার দুপুরে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়ার শহীদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ফাহিমের মেয়ের বিয়ের আয়োজন করা হয়। সেখানে বরপক্ষ আসার আগেই হাজির হন ভ্রাম্যমান আদালত। আদালত বিয়ের অনুষ্ঠান বন্ধ ও জরিমানা আদায়ের পর মেহমানদের জন্য রান্না করা খাবার স্থানীয় এরশাদ নগরের একটি এয়াতিমখানায় বিতরণের নির্দেশ দেন। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহী বলেন, এখন কঠোর লকডাউন চলছে। করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এ বিয়ের অনুষ্ঠানে ৫০০ মেহমানকে আমন্ত্রণ জানানো হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের এ আয়োজন করায় কনের বাবা ও বাড়ির মালিককে আলাদা জরিমানা করা হয়েছে এবং বিয়ের অনুষ্ঠান বন্ধ করে সমস্ত খাবার ইয়াতিমখানায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com