প্রকাশিত হয়েছেঃ জুলাই ৫, ২০২১ সময়ঃ ৯:১৮ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
গফরগাঁওয়ে দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোহন মিয়া (৩২) নামে এক যুবককে হত্যা করেছে। গত রবিবার (৪জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাওনা ইউনিয়নের শিবগঞ্জ বাজার বাসষ্ট্যান্ড ফলের দোকানের সামনে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। দৃবৃত্তরা এলোপাথারি কোপানোর সময় বাসষ্ট্যান্ডে শত শত লোক দৃশ্যটি দেখেন। কিন্তু কেউ আর এগিয়ে আসেনি। নিহত মোহন মিয়া (৩২) রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোহন মিয়া তার নিজ বাড়ি ধোপাঘাট থেকে এলাকার চৌকিদার কাঞ্চন মিয়াকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে শিবগঞ্জ বাজারের আসছিলেন ফল কেনার জন্য। ফল কেনে মোটর সাইকেলে উঠার সময়  পূূূূর্ব পরি    কল্পিতভাবে অজ্ঞাতনামা দুইজন যুবক তাকে পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। খবর পেয়ে গফরগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত আহত অবস্থায় মোহন মিয়াকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। এর আগেই মোহনের মৃত্যু হয়েছে। পরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রে নিয়ে গেলে কতব্যরত ডাক্তার মৃত ঘোঘনা করেন। দিন দুপুরের হত্যাকান্ডের ঘটনায় সোমবার সকালে পুলিশ, র‍্যাব, পিআইবি রাতে ও দিনে অধিকতর তদন্তের জন্য ঘটনাস্থলে পৌছেন। প্রত্যক্ষদর্শশীরা জানান, দোকান থেকে ফল নিয়ে মোটরসাইকেলে উঠার সময় দুইজন যুবক দা দিয়ে পেছনদিক দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। তাতে তার দুই হাত বাম পা কেটে ফেলে এবং দু্রত মোটর সাইকেল নিয়ে রক্ত মাখা জামা নিয়ে বীরদর্পে চলে যায়।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের আলামত দেখতে পেয়েছি। এখনো কোন অভিযোগ পাইনি। ময়মনসিংহের পিআইবি পুলিশ অফিসার(এসআই) পকংজ বলেন, এখনো মামলা হয়নি। তবে তদন্ত করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com