প্রকাশিত হয়েছেঃ জুন ২৭, ২০২১ সময়ঃ ৬:২০ অপরাহ্ণ

আসাদুজ্জামান ফজলু, দিগন্তবার্তা ডেক্স, ২৭ জুন:-
ময়মনসিংহের ভালুকায় অভারটেক করতে গিয়ে এক ফকলিফটের সাথে ট্রাকের সংঘর্ষে পিষ্ট হয়ে ঘটনাস্থলের এক পথচারির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। রোববার দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে উপজেলার মেহেরাবাড়ি মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের (৩৫) পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন মেহেরাবাড়ি এলাকায় অবস্থিত সুলতানা সুয়েটারের নিরাপত্তাকর্মী শামসুল হক (৩৫) ও আরেক জন অজ্ঞাত। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. মশিউর রহমান বলেন, ময়মনসিংহগামী একটি মাছবাহী ট্রাককে একইগামী একটি ফকলিফট অভারটেক করতে গিয়ে সংঘর্ষ লেখে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে অজ্ঞাত একব্যক্তি নিহত ও দুই জন আহত হন। নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটো ফাঁড়িতে রাখা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com