প্রকাশিত হয়েছেঃ মে ১৮, ২০২২ সময়ঃ ৬:১১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১৮ মে।।
আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদে এবং টাংগাব ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন। আসন্ন ওই নির্বাচনে গত মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদে মোঃ আলফাজ উদ্দিন ও জান্নাতুল ফেরদৌস এবং টাংগাব ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সাধারণ সদস্য পদে আবু হানিফা ও ফিরোজ খান মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা ওই দিন গফরগাঁও উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার শামসুন নাহার ভ‚ঁঞা’র কাছে স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাদের সাথে কর্মী-সমর্থকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য পৌর কাউন্সিলর ও ইউপি মেম্বার মৃত্যুবরণ করায় এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাচাই-বাছাই ১৯ মে, প্রার্থীতা প্রত্যাহার ২৬ মে। //=