প্রকাশিত হয়েছেঃ মে ১৭, ২০২২ সময়ঃ ৭:৪৩ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি, ১৭ মে মঙ্গলবার।।
য়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় জাহানারা(৪৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূ বাহেলা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।
মঙ্গলবার (১৭ মে ) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমাসংক্রান্ত নিয়ে কয়েক বছর যাবৎ ইদ্রিস আলীর সাথে তার ভাই সিদ্দিক মিয়ার বিরোধ চলে আসছে। গত ১৬ মে ইদ্রিস আলী বাঁশঝাড়ে বাঁশ কাটতে গেলে বাঁধা দেয় সিদ্দিক মিয়া গং। এই নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়।তারপর ইদ্রিস মিয়া বাড়ি থেকে চলে যান। আজ মঙ্গলবার যখন বাড়িতে আসেন তখন তার উপড় সিদ্দিক মিয়া গং হামলা করে। এ সময় ইদ্রিস আলী দৌড়ে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এতেও ক্ষান্ত না হয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে সিদ্দিক মিয়া ও তার গংরা ইদ্রিস আলীর উপড় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং আহত করে। এসময় আঘাত প্রাপ্ত হন ইদ্রিস আলীর স্ত্রী জাহানারা। তারপর পুলিশ এবং এলাকাবাসীর সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে মারা যান জাহানারা। এসময় ঘর এবং ঘরের আসবাবপত্রও ভাংচুর করেছে সিদ্দিক মিয়া গংরা।
এই ঘটনার সত্যতা স্বীকার করে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, রামপুরে জমিজমার বিরোধে মারামারিতে আহত হয়ে মমেক হাসপাতালে জাহানারা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।তার লাশটি ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।