প্রকাশিত হয়েছেঃ মে ১৭, ২০২২ সময়ঃ ১:৪৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১৭ মে মঙ্গলবার।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। ১৭ মে মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামীদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ জানায়, গত সোমবার রাতে উপজেলার পাগলা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- বেলদিয়া গ্রামের ডাকাত মঞ্জুরুল ওরফে মুঞ্জু, সুতারচাপুর গ্রামের ডাকাত লিটন ওরফে রিটন, পাইথল গ্রামের রাকিব, পাঁচুলি গ্রামের পনির আহাম্মেদ ও পাগলা উত্তরপাড়া গ্রামের ইমন হোসেন।
পাগলা থানার ওসি মো: রাশেদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামী মুঞ্জু ও লিটনের বিরুদ্ধে পাগলা, ভালূকা, শ্রীপুর ও কাপাসিয়া থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বাকী তিন জনের মধ্যে রাকিবের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা এবং পনির ও ইমনের আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।