প্রকাশিত হয়েছেঃ মে ৯, ২০২২ সময়ঃ ৫:২৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ৯ মে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অবৈধ করাতকল বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। সোমবার (৯ মে) দুপুরে উপজেলার ৫টি করাতকলে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাবেরী রায় এ আদালত পরিচালনা করেন। এসময় করাতকলগুলোর লাইসেন্স না থাকার কারণে আনোয়ারের করাতকলকে ২ হাজার টাকা, হারুন, রতন, জালাল ও মোতালেবের করাতকলকে ৮ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাবেরী রায় বলেন, লাইসেন্স না থাকার কারণে করাতকলগুলোকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে অবৈধ করাতকলগুলোকে বন্ধ করে দেয়া হবে।