প্রকাশিত হয়েছেঃ মে ৬, ২০২২ সময়ঃ ৭:৪৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান দিগন্তবার্তা ডেক্স, ৬ মে।।
ময়মনসিংহের ভালুকায় যৌতুকের দাবিতে এক পাষন্ড স্বামীর বিরুদ্ধে পারুল আক্তার (২৩) নামে এক গৃহবধূকে বিদ্যুতের তার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে তালাবদ্ধ অবস্থায় বসতঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে। খোঁজ পেয়ে বাড়ির লোকজন টিনের বেড়া কেটে আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে ৫ মে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার মরচী গ্রামে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মরচি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়ার সাথে ৮ বছর আগে পাশের ফুলবাড়িয়া উপজেলার পাটিরা গ্রামের হুরমুত আলীর মেয়ে পারুল আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে সুমি আক্তার (৭) ও ইয়াছিন (২) নামে দুজন সন্তান রয়েছে। বেকারত্বের কারণে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে পারুলের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলে আসছিলো। এরই জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারুল আক্তারের কাছে তার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে আসতে চাপ প্রয়োগ করে। টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করায় ঘরের দরজা আটকে বিদ্যুতের তার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ঘরে তালা দিয়ে চলে যায়।
নির্যাতণের শিকার গৃহবধূ পারুল আক্তার জানান, এর আগেও বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য তারা স্বামী তাকে বেশ কয়েকবার শারীরিকভাবে নির্যাতণ করেছে।
জেসমিন কাজিম পুতুল জানান, পাষন্ড স্বামীর নির্যাতনের শিকার পারুল আক্তার দীর্ঘদিন ধরে তার বাসায় কাজ করে আসছে। ওর বাবা মা নেই, একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। জানতে পারছি এর আগেও ওর স্বামী তাকে যৌতুকের টাকার জন্য মারধর করেছে। ওইদিন মারধরের খবর পেয়ে আহত পারুলকে উদ্ধার করে তিনি ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করান বলে জানান। তিনি এই নির্যাতনের বিচার দাবি করেন।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, গৃহবধূ নির্যাতন ঘটনায় মামলা নেয়া হয়েছে এবং ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে আসামী গ্রেফতারে অভিযান চলছে।