প্রকাশিত হয়েছেঃ মে ৫, ২০২২ সময়ঃ ৭:৫৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ৫ মে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভ্রাম্যমান আদালত দুই মাদকসেবিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গত বুধবার রাতে গফরগাঁওয়ের পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নের ময়রা গ্রাম থেকে মাদক সেবন কালে মাজহারুল ও তানভীর নামে দুই যুবককে আটক করে পুলিশ। পরে রাত ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ম্যাজিষ্ট্রেট মো. আবিদুর রহমান তাঁর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক দুই যুবককে মাদকসেবনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, আটক দুই মাদকসেবিকে ভ্রাম্যমান আদালত সাজা দিয়েছে। বৃহস্পতিবার তাদেরকে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।