প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৩০, ২০২২ সময়ঃ ৪:১৩ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ৩০ এপ্রিল।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে গণি বেপারী (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়। আজ শনিবার দুপুরে গফরগাঁও টু ভালুকা সড়কে হাটুরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সে পাশর্^বর্তী হোসেনপুর পৌরশহরের ধুলিহর এলাকার মৃত মনসুর বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, গণি বেপারী মোটরসাইকেল চালিয়ে গফরগাঁও টু ভালুকা সড়কে হাটুরিয়া এলাকার ফিলিং স্টেশনে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে সে মাথায় ও শরীরে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এসময় ঘাতক সিএনজি চালক দ্রæত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com