প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৭, ২০২২ সময়ঃ ৯:৫৭ অপরাহ্ণ
গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক, ২৭ এপ্রিল।।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি কামনায় বৃহস্পতিবার টঙ্গীতে গাজীপুর মহানগর বিএনপি দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শওকত হোসেন সরকার। বক্তব্য দেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালন করেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি জয়নাল আবেদীন তালুকদার। দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহ্বায়ক কাজী খোকন।
উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি মো. সরাফত হোসেন, সাধারণ সম্পাদক আসাদুর রহমান কিরণ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি শেখ আলেক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি কাউন্সিলর মো. আবুল হাসেম, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন, গাছা থানা বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জবিউল্লাহ, সফি উদ্দিন খান সফি, রফিকুল বাসেত, অ্যাডভোকেট নূরুল কবীর শরিফ, লিয়াকত হোসেন, আজিজুল হক রাজু মাস্টার, কাশিমপুর থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান রাজু, মহিলা দল নেত্রী বীণা বেগমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
#