প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৭, ২০২২ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি, ২৭ এপ্রিল।।
ময়মনসিংহের তারাকান্দায় মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পানবর এলাকার শরাফত আলীর স্ত্রী হনুফা খাতুন (৫০), কাংসা এলাকার নূর ইসলামের পুত্র মাহমুদুল (২৫)। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতরা হলেন, শেরপুর চর ভাবনা এলাকার কামাল হোসেনের স্ত্রী মাকসুদা (৩০), ফুলপুর উপজেলার নাজমা (৩০),তুলা মিয়া (৫২), সাজেদা খাতুন (৩৫), শেরপুরের মৃত মোজাম্মেলের পুত্র সেলিম (২৮) এবং বরিশালের কবির (৩০)।
বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাইক্রোবাসের যাত্রী শরাফত আলী জানান, শেরপুর জেলার ঝিনাইগাতী থানা এলাকার নিজ গ্রাম আয়নাপুর হতে সকাল সাতটায় সংবাদপত্রের মাইক্রোবাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে আটটায় বাগুন্দা এলাকায় আসলে ময়মনসিংহ থেকে আসা একটি ট্রাক তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তার স্ত্রী হনুফা খাতুন এবং পাশের বাড়ির মাহমুদুল নিহত হয়। তিনি জানান এই মাইক্রোবাসটিতে ৯জন যাত্রী ছিল। তিনি নিজেও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ফেটে যায় এবং বাঁকি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সকালে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ময়মনসিংহের দিকে আসছিল। পথে বাগুন্দা মোড়ে আসতেই বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যায়। এ সময় আহত হয় আরও ৬ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।