প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৬, ২০২২ সময়ঃ ৫:৪৬ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
“মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঘোষিত এই প্রতিশ্রুতিকে বাস্তবায়নের লক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
সোমবার (২৬ এপ্রিল ) সকাল ১১ টায় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় ময়মনসিংহে উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করেন।
এ জেলায় ৩য় পর্যায়ে ৫৫৩ টি গৃহ প্রধানমন্ত্রী ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক হস্তান্তর ও উদ্ধোধন করেন। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় ধাপে ময়মনসিংহে সদর উপজেলায় ১২০, মুক্তাগাছা ১২৪, ফুলবাড়িয়া ৬৩, ত্রিশাল ২৫, ভালুকা ৪৫, গফরগাঁও ৫৫, নান্দাইল ৬৫, ঈশ্বরগঞ্জ ৮৬, গৌরীপুর ৪২, তারাকান্দায় ৪০, ফুলপুরে ৫০, হালুয়াঘাটে ৬৯, ধোবাউড়ায় ৪১ গৃহ প্রদান কবুলিয়ত দলিল ও নামজারীর কাগজপত্র প্রদান করা হয়।
ময়মনসিংহ উপজেলা পরিষষদের সম্মেলনকক্ষ হতে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস,
ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হক, ময়মনসিংহ পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পারভেজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি এইচ এম ইবনে মিজান,আ’লী নেতা মমতাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও উপকারভোগী পরিবার এবং সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।