প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২১, ২০২২ সময়ঃ ৮:০৬ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক, ২১ এপ্রিল।।
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এবং তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য বিএনপি এখন ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনে অবৈধ এই সরকার ধানের চিটার মতো উড়ে যাবে।
তিনি বলেন, আগামী প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে না পারে সেজন্য পুস্তুক থেকেও সঠিক ইতিহাস মূছে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার নগরীর বোর্ড বাজার ফখরুদ্দিন কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুর মহানগর গাছা থানা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন বলেন, মহানগর বিএনপির কমিটিতে থাকা আওয়ামীলীগ ঘেঁষা চক্রের মধ্যে পড়ে দলের ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি দিতে প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। আওয়ামীলীগ পরিবারের সদস্যদের দিয়ে গাছা থানা বিএনপির সদ্য ঘোষিত বিতর্কিত কমিটির বিরুদ্ধে দলের তৃণমূল নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন তাতে আমাকে আশা যোগিয়েছে।
গাছা থানা বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমন, বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি বসির উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, তাজুল ইসলাম তাজু বেপারী, হারুন-অর-রশিদ খান, হাজী আবুল কাসেম, দানিছ-উর-রহমান, আবুল কালাম আজাদ, ইউসুফ সরকার, মনির হোসেন খান, সফিউল্লাহ খান বকুল, মোহাম্মদ আলী, বাছির মন্ডল, জয়নাল আবেদীন, মতিউর রহমান মৃধা, জাহাঙ্গীর মোল্লা, ইমরান হোসেন, ইঞ্জিনিয়ার আজাহারুল ইসলাম খন্দকার, আব্দুল মান্নান, আব্দুস জব্বর সরকার, মহিন উদ্দিন মহি, মো. ইব্রাহিম, মোতাহার হোসেন, সাদিকুর রহমান টিপু, শরিফ সরকার, সোলেমান সরকার, আরিফ মির্জা, মো. সোলেমান খান, বেলায়েত মাস্টার, আজিজুল হক, ইঞ্জিনিয়ার মো. সোহেল, ছাত্রদল নেতা আবুল কালাম, মো. মোমেন প্রমুখ।
#

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com