প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৯, ২০২২ সময়ঃ ৬:০২ অপরাহ্ণ
জালালুর রহমান,মৌলভীবাজার,১৯ এপ্রিল।।
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে অবৈধভাবে স্থাপিত পরিবেশ নষ্টকারী ‘বিল্লাল পোল্ট্রি ফার্ম’এর ভয়াবহ দুর্গন্ধ থেকে মুক্তিচায় গ্রাম বাসী। দক্ষিণ বড়ডহর গ্রামের মৃত মান্নান এর ছেলে বিল্লাল, নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী কর্থিক অভিযোগ পাওয়া গেছে, সরেজমিনে ঘুরে দেখা যায় দুর্গন্ধ ছড়াচ্ছে পোল্ট্রি ফার্ম থেকে। দক্ষিণ বড়ডহর গ্রামের মনু মিয়ার সাথে কথাহয় তিনি অভিযোগ করে বলেন আমার বসতঘড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে ফলে আমার ছেলে,মেয়েরা ও সঠিকভাবে ধর্মীয় নিয়মরীতি নামাজ(রোজা) পালন করতে পারছে না আমার বসতবাড়ী থেকে ১৫ ফোট দূরত্ব এই পোল্ট্রি ফার্ম আমি বিল্লাল গং কে জানাই তোমাদের পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে আমাদের অসুবিধা হচ্ছে। বিল্লাল আমাকে বলে ফার্মের বিষয়ে কোনু কথা বললে মামলায় ঢুকিয়ে দিবে। আমি উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে আহ্বান জানাচ্ছি পোল্ট্রি ফার্মের ভয়াবহ দুর্গন্ধ থেকে মুক্তি চাই। প্রতিবেশী সুনা মিয়া,হেলাল হোসেন, আয়ারুন বেগম বলেন রাস্তাদিয়ে যাতায়াতের সময় রাস্তার পাশে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ ছড়ায়। করোনা থেকে নয় বিল্লাল পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ থেকে গ্রাম বাসী মুক্তি চায়। ফার্ম থেকে ছড়ানো দুর্গন্ধে আমাদের প্রতিবেশি ১২/১৪ টি পরিবার দীর্ঘদিন যাবত স্বাস্থ্য ঝুঁকিতে ভোগছি। এছাড়াও দুর্গন্ধে আমাদের ছেলে,মেয়েরা ও ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। শিক্ষার্থীদের লেখাপড়ায় যেমন বিঘ্ন গঠছে তেমনি সঠিকভাবে ধর্মীয় নিয়মরীতি পালন করতে পারছি না।তাছাড়াও বিল্লালের অপরিকল্পিত পোল্ট্রি ফার্মের দুর্গন্ধযুক্ত বিষ্টা গড়িয়ে পড়ছে রাস্তাতে। যার ফলে,গ্রামের বায়ু দূষিত হচ্ছে। ব্যাপক ক্ষতির সম্মূখীন হচ্ছে আশপাশের বসত বাড়ীতে থাকা লোকজন অস্বাস্থ্যকর পরিবেশে দিন পার করছেন গ্রাম বাসী। এ ব্যাপারে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা সহকারী পরিচালক বজরুল হুদা বলেন এই পোল্ট্রি ফার্মের কোন ছাড়পত্র নেই খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।