প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৯, ২০২২ সময়ঃ ৩:০২ অপরাহ্ণ

 

রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধি,১৯ এপ্রিল।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণির) পরিবারের শতভাগ পূনর্বাসনে যাচাই করণ উপলক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, সহকারী কমিশনার( ভূমি) কাবেরী রায়, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল আলম খোকন, উস্থি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা, মশাখালী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম, টাংগাব ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম, চরআলগী ইউপি চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান, রসুলপুর ইউপি চেয়ারম্যান মঈন সরকার, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজ প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com