প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৬, ২০২২ সময়ঃ ৩:৪৯ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১৬ এপ্রিল।।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের পর হুইল চেয়ার পেলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের শারীরিক প্রতিবন্ধী ২৫ বছর বয়সী জামাল শেখ। সে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের কৃষক জুবেদ আলী শেখের ছেলে। গত বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধির অর্থায়নে হুইল চেয়ারটি স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ জামাল শেখের নিকট হস্তান্তর করে। হুইল চেয়ারটি পেয়ে জামাল শেখের স্বাভাবিক চলাফেরায় যেমন কষ্ট লাঘব হয়েছে, তেমনি তার পরিবার খুশি। নিগুয়ারী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জুনায়েদ ফরাজী নিশাত তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত এক মাস আগে প্রতিবন্ধী জামাল শেখ কে নিয়ে মানবিক পোস্ট করেন। ওই পোস্টে কেউ এগিয়ে আসেনি। গত বুধবার আবারও তাকে নিয়ে মানবিক পোস্ট করার পর এগিয়ে আসেন একজন জনপ্রতিনিধি। তবে শর্ত জুড়ে দেয় কাউকে কিছু না বলার জন্য। এদিকে হুইল চেয়ার পেয়ে আনন্দ আর খুশিতে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন জামাল শেখ।
নিগুয়ারী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুনায়েদ ফরাজী নিশাত বলেন, একজন মানবতাবাদী যিনি প্রতিনিয়তই জনকল্যাণের পাশে নিঃশর্তে রাতদিন কাজ করে যাচ্ছেন। এমনকি ওনার পরিচয় গোপণ রেখে অনেক মানুষের পাশে থেকেছেন তারই ধারাবাহিকতায় আমার পোস্ট দেখে আমাকেও সাড়া দিয়েছেন। বাড়িয়েছেন মানবতার হাত। দিয়েছেন শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার। আমি তার কাছে কৃতজ্ঞ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com