প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৪, ২০২২ সময়ঃ ১:০৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১৪ এপ্রিল।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিনামূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে গত বুধবার দুপুরে কৃষক প্রশিক্ষণ হল রুমে এসব বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ, রাওনা ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, আউশ ধান ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়া সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় অর্ধেক মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।