প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৩, ২০২২ সময়ঃ ১০:০৩ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক,১৩ এপ্রিল।।
গাজীপুর জেলা বিএনপি’র নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তসফিল আনুযায়ী আগামি ১৯ এপ্রিল গাজীপুর মহানগরীর টেকনগপাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য জেলা বিএনপির সম্মেলনে কাউন্সিলরদের গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন করা হবে। নির্বাচন পরিচালনার জন্য বুধবার গাজীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমানকে রিটার্নিং অফিসার, ফোরাম ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স এবং অ্যাডভোকেট মোস্তফা কামালকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। বুধবার জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নির্বাচনী কর্মকর্তাগণ নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক পোলিং অফিসার নিয়োগ করতে পারবেন।
এদিকে বুধবার রিটার্নিং অফিসার অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হতে হলে বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১২ টার মধ্যে প্রার্থীকে স্বশরীরে অথবা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে গাজীপুর জেলা বিএনপি’র কার্যালয় হতে এক হাজার টাকায় মনোনয়ন ফরম ক্রয় করতে হবে এবং ওই ফরম ১৫ এপ্রিল বেলা ১২টার মধ্যে দাখিল করতে হবে। ফরম জমা দেওয়ার সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য প্রত্যেককে দশ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিতে বলা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৬ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত।
গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী ছাইয়্যেদুল আলম বাবুল জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হলে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোট হবে। মনোনয়ন প্রত্যাহার হলে বা একক প্রার্থীর ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
#

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com