প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৩, ২০২২ সময়ঃ ১০:১২ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর গ্রামে আইন শৃংখলা নিয়ন্ত্রণ রাখতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার কুর্শাপুর গ্রামে যশরা
ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ, ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, বিট অফিসার মুকছেদুল হক, পুলিশ কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, আসন্ন ঈদ কে সামনে রেখে একটা শ্রেণী সক্রিয় হয়ে অপরাধ করতে পারে। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দিতে হবে। বিট এলাকায় কোন অপরাধ সংগঠিত হতে দিবো না।