প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১১, ২০২২ সময়ঃ ৭:৩০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে আজ সোমবার (১১ এপ্রিল) সকালে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ১০০ জন নারী ও পুরুষের মাঝে দুটি করে ভেড়া বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় বিকল্প আয়ের সুযোগ করে দিতেই সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ ভেড়া বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবিদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফুল ইসলাম প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফুর ইসলাম জানান, বর্তমান সরাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভাগ্য উন্নয়নে এ উদ্যোগ গ্রহণ করেছে।উপজেলার ১০০ জন দুটি করে ভেড়া পেয়েছেন। তাদের প্রত্যেককে ভেড়া পালনের জন্য ঘর তৈরির উপকরণও দেয়া হবে।