প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১০, ২০২২ সময়ঃ ৩:৫২ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ১০ এপ্রিল।।
ময়মনসিংহের ভালুকায় ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ চারজন আহত হয়েছেন। আহতদের মাঝে মা ও ছেলেকে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায়  উপজেলার পাইলাব গ্রামে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার পাইলাব গ্রামের কালা মিয়া মুন্সীর ধান ক্ষেতে প্রতিবেশি আব্দুল কাদিরের ছেলে কামরুল ইসলামের ছাগলে ক্ষতি করে। এ সময় প্রতিবাদ করলে কামরুল ইসলাম ও তার লোকজন হামলা চালিয়ে কালা মিয়া মুন্সী, স্ত্রী, ছেলে ঢাকা ল’কলেজের শেষ বর্ষের ছাত্র রাসেল ও সদ্য এমএ পাশকৃত মেয়ে আহত হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় রাসেল ও তার মাকে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত কামরুল ইসলামের বক্তব্য নেয়ার জন্য চেষ্টা করেও যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com