প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৪, ২০২২ সময়ঃ ৫:১৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা এক মাদ্রাসা শিক্ষার্থী (১৩) কে উদ্ধার করা হয়েছে। তাকে অপহরণের অভিযোগে মোঃ নূরুল আলিম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রশিকা মোড় এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানার পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ নুরুল আলিম উপজেলার গফরগাঁও ইউনিয়নের গড়াবের গ্রামের মোঃ নুরুল আমিনের ছেলে ও পেশায় একজন কাঠ মিল শ্রমিক। গতকাল সোমবার দুপুরে তাকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঁঠানো হয়।
মামলার ও পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও পৌরশহরের শিলাসী গ্রামের জনৈক হাসেনের বাসায় পরিবারের সাথে ভাড়া থেকে স্থানীয় জে. এম ফাজিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়ত ওই শিক্ষার্থী। মাদ্রাসায় আসা যাওয়ার পথে প্রায়ই তাকে উত্তক্ত্য করত মোঃ নূরুল আলিম। গত শনিবার সকালে সে মাদ্রাসা যায়। তারপর থেকে নিখোঁজ হয় সে। এদিকে মেয়ে বাড়িতে না ফেরায় ওই রাতে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করে অপহৃত কিশোরীর পিতা বাবুল মিয়া।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে গত রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে শ্রীপুরের আতœীয়ের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে ও অভিযুক্ত যুবক নূরুল আলিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ভিকটিম কিশোরীকে উদ্ধার পূর্বক নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে গ্রেপ্তারকৃত আসামী মোঃ নুরুল আলিমকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠাঁনো হয়েছে।