প্রকাশিত হয়েছেঃ মার্চ ৩০, ২০২২ সময়ঃ ৮:২৪ অপরাহ্ণ

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ের মোঃ সুমন (৩৮) নামে এক প্রবাসী যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মক্কা নূর হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল বুধবার (৩০ মার্চ) রাতে সৌদি আরব সময় রাত ১ টার দিকে বাংলাদেশ সময় ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে সৌদি আরবের মক্কা নগরীর ছানাইয়া রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ সুমন গফরগাঁও উপজেলার পৌরশহরের ৬ নং ওয়ার্ডের রাঘাইচটি গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে।
নিহতের বড় ভাই হাজী মোঃ মজনু মিয়া এ সংবাদটি নিশ্চিত করে জানান, আমার ভাই সুমন চার বছর পূর্বে জীবিকা নির্বাহের জন্য সৌদি আরবে যায়। সুমনের মক্কা নগরীতে ওয়ার্লিং এর দোকান ছিলো। বৃহস্পতিবার (২৪ মার্চ) সৌদি আরব সময় সন্ধ্যা মক্কা নগরীর ছানাইয়া রোডে রাস্তায় পারাপারের সময় একটি দ্রæতগামী প্রাইভেটকার চাপা দিলে সুমন মারাত্মক আহত হন। পরে তাকে স্থানীয় মক্কা নূর হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে তার মৃত্যু হয়। নিহত প্রবাসী সুমনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এদিকে এই মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com