প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৬, ২০২২ সময়ঃ ৬:১৯ অপরাহ্ণ

জালালুর রহমান,মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের জুড়ীতে জিআর মামলায় গ্রেফতার পরোয়ানাভূক্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। (২৬/মার্চ/২০২২ ইং) শনিবার  ভোরে    পুলিশের বিশেষ অভিযানে ডারলিং পাটোয়াট নামক এক যুবক কে গ্রেফতার করা হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে এসআই মোঃ সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ। জিআর মামলা নং ১৩/২০২২ (জুড়ী) এর পরোয়ানাভূক্ত ডারলিং পাটোয়াট কে (৪০) জুড়ী থানার  এলবিনটিলা গ্রাম থেকে আটক  করেছে । গ্রেফতারকৃত ডারলিং পাটোয়াট জুড়ী থানার এলবিনটিলা গ্রামের ক্লিপ তালাং এর ছেলে। উক্ত আসামী কিছু দিন  জাবত পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী  সত্যতা নিশ্চিত করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com