প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৬, ২০২২ সময়ঃ ১:১৫ অপরাহ্ণ
গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুর মট্রাপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান গ্রফতার হয়েছেন মাদক কারবারি কুলসুম আক্তার (২৯)। টঙ্গীর প্রধান মাদকস্পট খ্যাত নায়াগঁাও কেরানিরটেক বস্তি থেকে শুক্রবার রাতে ৯৩০ পুরিয়া হিরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে পৌনে ১০টায় কেরানিরটেক বস্তিত মাদক বিরোধী বিশেষ অভিযানের সময় টঙ্গীর কুখ্যাত ‘সুন্দরী মাদক কারবারি’ কুলসুম বেগমের আস্তানা ঘেরাও দেয়া হয়। এসময় তাকে ৯৩০ পুরিয়া হিরোইনসহ আটক করা হয়। অভিযানর সময় পুলিশর উপস্িিতি টের পেয় কুলসুমের সহযোগীরা পালিয়ে যায়।
স্ানীয়রা জানান, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা সোহল রানার ছত্রছায়ায় কুলসুম সহযোগীদের নিয়ে কেরানিরটেক বস্তিক মাদকের আস্তানা গড়ে তুলেছে। সোহল রানার সেকেন্ড ইনকমান্ড খ্যাত ৪৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মাস্টারের ছেলে নাজমুল হুদা টঙ্গী নদী বদর আলাদা মাদক স্পট গড় তুলেছেন। কুলসুমক আটকর পর নাজমুল হুদার নতত্ব সহযাগী মাদক কারবারিরা তাক ছিনিয় নওয়ার চষ্টা চালায় বল প্রত্যক্ষদর্শীরা জানান।
টঙ্গী পূর্ব থানার ওসি জাভদ মাসুদ কুলসুমর আটকর বিষয়টি নিশ্চিত কর বলন, মাদক দ্রব্য নিয়্ত্রণ আইন কুলসুমর বিরুদ্ধ একাধিক মামলা রয়ছ। শুক্রবার রাত তাক হরাইনসহ আটক কর আইনগত ব্যবস্া নয়া হছ।
#