প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৫, ২০২২ সময়ঃ ৩:৩৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ২৫ মার্চ।।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে চরপাড়ায় শফিক মেডিক্যাল হল নামে একটি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি অভিযোগ উঠেছে। ২৫ মার্চ শুক্রবার সকালে একজন অপরেশন রোগীর জন্য ওই দোকান থেকে প্রায় সাড়ে ৬ হাজার টাকার ঔষধ ক্রয় করলে ওই মেয়াদোত্তীর্ণ ঔষধটি ক্রেতার চোখে পড়ে।
অপারেশন রোগীর ক্রেতা জানান, তার খালার অপারেশনের জন্য ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে চরপাড়ায় শফিক মেডিক্যাল হলে যান। দোকান থেকে প্রায় সাড়ে ৬ হাজার টাকার ঔষধ নেয়া হয়। কিন্তু বেশ কয়েকটি ঔষধ গ্রæপ বদলিয়ে ও মেয়াদোত্তীর্ণ ঔষধ দেয়া হয়।
তিনি জানান, ওই দোকান থেকে জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত জেসোকেইন-এ নামে ইনজেকশনটির মেয়াদ ছিলো অক্টোবর ২১। তাছাড়া বেশ কয়েখটি ঔষধ গ্রæপ পাল্টিয়ে দেয়া হয়। পরে তা পূণরায় বদলিয়ে আনা হয়।
স্থানীয়রা জানান, শফিক মেডিক্যাল হল নামে ওই দোকানের মালিক এর আগেও বহুবার এরকম ঘটনা ঘটিয়েছেন। প্রতিবাদ করলে তিনি অশুভ আচরণসহ বিভিন্ন ধরণের হুমকী দিয়ে থাকেন। একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের সমানে প্রকাশ্যে কিভাবে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করতে পারেন? এমনকি গ্রাম থেকে সহজ সড়ল লোকজন চিকিৎসা নিতে এখানে ডাক্তারের কাছে এসে প্রায়ই প্রতারণা ও হয়রানীর শিকার হতে হচ্ছে। ঔষধ প্রশানের লোকজন দোকানটি তল্লাসী করলে বহু মেয়াদোত্তীর্ণ ঔষধ খোঁজে পাবেন।
এ ব্যাপারে শফিক মেডিক্যাল হলের মালিক মো: হাসিম উদ্দিন জানান, তিনি কোন মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করেননি।