প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৪, ২০২২ সময়ঃ ৭:৩৩ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পরিষদ চত্বরে ৭ দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপ্তি হয়েছে। গত বুধবার বিকেলে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত সল্পোন্ন দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, লংগাইর ইউপি চেয়ারম্যান ও গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, মশাখালী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকশানা বেগম, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনির প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বলেন, আমাদের মহান স্বাধীনতার সংগ্রামের প্রকৃত ইতিহাস সবাইকে জানতে হবে এবং স্বাধীনতা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com