প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৪, ২০২২ সময়ঃ ৭:১৩ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকায় ‘কমল মেডিক্যাল হল’ নামের একটি ঔষধের দোকানের তালা ভেঙে প্রায় ১০ লাখ টাকার দামী ঔষধ চুরি করে নিয়ে গেছে একটি সঙ্ঘবদ্ধ চুরেরদল। ঔষধের ওই দোকানটির অবস্থান ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শহীদ নাজিম উদ্দিন রোডে। গত বুধবার (২৩ মার্চ) গভীর রাতে দোকানের তালা ভেঙে চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ক্ষতিগ্রস্ত্র দোকান মালিক সূত্রে জানা যায়, অন্যান্য দিনের ন্যায় গত বুধবার (২৩ মার্চ) রাতে বিক্রি শেষে দোকান মালিক দীলিপ কুমার তার ‘কমল মেডিক্যাল হল’ নামের দোকানটি তালাবন্ধ করে বাসায় চলে যান। পরদিন বৃহষ্পতিবার (২৪ মার্চ) যথারিতি দোকান খুলতে এসে দেখেন দোকানের পেছন দিকের দরজার তালা ভাঙা এবং দোকানের মেঝেতে ঔষধ ছড়িয়েূ ছিটিয়ে রয়েছে। দোকানের ঔষধ রাখার তাকের বিভিন্ন স্থান ফাঁকা। চোর ওই ফাঁকা স্থানগুলো থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মূল্যমান ঔষধ চুরি করে নিয়ে গেছে।
দোকান মালিক দীলিপ কুমার জানান, চোরেরদল ওই দোকান থেকে কমদামের ঔষধের কোন বোতল নেয়নি। ঔষধের তাকের বিভিন্ন স্থান থেকে মূল্যবান ঔষধগুলোই নিয়ে গেছে। তার দাবি, চোর তার দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার ঔষধ চুরি করে নিয়ে গেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।