প্রকাশিত হয়েছেঃ মার্চ ২২, ২০২২ সময়ঃ ৬:৩৮ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ জুয়াড়ি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে গ্রেপ্তারদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের চকপাড়া গ্রামে জুয়ার আসর থেকে ওই এলাকার জালাল উদ্দিন ফকিরের ছেলে মোঃ খায়রুল (৩৫), মৃত কুদ্দুস মিয়ার ছেলে মোঃ সবদুল আলী (৪৫) ও গাজী মিয়ার ছেলে মাহাজুল (৩০) কে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে পরোয়ানাভুক্ত আসামি চরআলগী ইউনিয়নের মৃত কিতাব আলীর ছেলে মোঃ শাহজাহান (৩৬), রসুলপুর ইউনিয়নের আলালপুর এলাকা থেকে যাদব ফকিরের ছেলে আঃ সালাম ফকির ও তার স্ত্রী আমেনা খাতুন কে গ্রেপ্তার করা হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, আসামীদেরকে সংশ্লিষ্ট মামলায় মঙ্গলবার সকালে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।