প্রকাশিত হয়েছেঃ মার্চ ২১, ২০২২ সময়ঃ ৮:০১ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম। গতকাল রবিবার ও আজ সোমবার সিটির ১ থেকে ৬নং ওয়ার্ডের ১৭ টি স্পটে ১৪ হাজাত ২৩১ জন নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবি পণ্য প্যাকেজ আকারে বিতরণ করা হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু তদারকিতে ওয়ার্ড কাউন্সিলরগিণের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। টিসিবি পণ্য বিতরণে অনিয়ম- প্রতিরোধে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি নিয়েছে। এ কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং নির্বিঘ্নে পণ্যসমূহ সাধারণ মানুষের কাছে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ বিষয়ে কোন দূর্ণীতি পাওয়া গেলে তা কঠোরভাবে দমন করা হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com