প্রকাশিত হয়েছেঃ মার্চ ২১, ২০২২ সময়ঃ ৩:৪৩ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ২১ মার্চ।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা চেয়ারম্যানের সামনে প্রতিপক্ষের হামলায় ধীতপুর ইউনিয়ন কৃষকলীগের সেক্রেটারী আসিকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মাঝে আসিক ও মামুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার ধলিয়া গ্রামে। এ ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন বিকেলে উপজেলার ধলিয়া বাজারে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভালুকায় চলে আসার সময় ধীতপুর  ইউনিয়ন কৃষকলীগের সেক্রেটারী আসিকুর রহমান আসিক কথা বলার জন্য এগিয়ে যান। এ সময় পূর্ববিরোধের জের ধরে একই দলের আজিজুল হক ও সানীর নেতৃত্বে একদল লোক আসিকের (৩২) উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় হামলায় মামুন (২০), মিঠুন (৩০), হাসান (২৮) ও সিদ্দিক (৬২) আহত হন। আহতদের মাঝে আসিক ও মামুনকে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আসিকের পিতা সিদ্দিকুর রহমান বাদি হয়ে আজিজুল হক খান, সানি, মোস্তফা, আসাদ মিয়া, সিদ্দিক মিয়া, হাশেম সেখ ও ফাহাদ সেখসহ ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০/১২ জনের নামে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর-৪৬) দায়ের করেন।
মামলার বাদি সিদ্দিকুর রহমান জানান, পূর্ববিরোধের জের হিসেবে প্রতিপক্ষরা হামলা চালিয়ে আমি ও আমার ছেলে আসিকসহ পাঁচজনকে আহত করা হয়। পরে এই ঘটনায় ৭ জনকে বিবাদী করে থানায় মামলা দায়ের করি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, তিনি টিসিবির মালামাল বিতরণ উদ্বোধন করে চলে আসার সময় তার সামনে একদল লোক পূর্ববিরোধের জের হিসেবে আসিকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় তার সরকারী গাড়িতেও হামলা চালানো হয়। তবে গাড়ির তেমন ক্ষতি হয়নি।
ভালুকা মডেল থানার ওসি মো: কামাল হোসেন জানান, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামী গ্রেফতারে অভিযান চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com