প্রকাশিত হয়েছেঃ মার্চ ২০, ২০২২ সময়ঃ ৩:৪৩ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ ই মার্চ) বেলা ১১ টায় প্রিমিয়ার আইডিয়াল স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করেন মসিক সচিব রাজীব কুমার সরকার।
এ কার্যক্রমের আওতায় আগামী ২৭ মার্চ পর্যন্ত নগরীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২৮২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সিটির ৫ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী, স্কুল বহির্ভূত, স্কুল থেকে ঝরে পড়া, পথ শিশু ও কর্মজীবী শিশুকে এক ডোজ কৃমিনাশক ওষুধ বিনামূল্যে সেবন করানো হবে। এ বছর ১ লক্ষ ৮ হাজার ৯১৭ শিশুকে একডোজ কৃমিনাশক ট্যাবলেট সেবনের লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের।
উদ্বোধনকালে সচিব রাজীব কুমার বলেন, কৃমি নিয়ন্ত্রণে সকল শিশুকে কৃমিনাশক ট্যাবলেট সেবন করানোর সাথে সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়েছে যাতে কৃমির পুনঃসংক্রমণ না ঘটে। প্রতিটি শিশুই গুরুত্বপূর্ণ, তাই কোন শিশু যেন টিকা কার্যক্রম থেকে বাদ না পড়ে সে বিষয়ে মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনা রয়েছে। অন্যান্য বছরের মতো এ বছরও কৃমি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
উদ্বোধনকালে জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ আশফিয়া আমরিন, ডাঃ তাসমিয়া জান্নাত, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়া, মসিক স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com