প্রকাশিত হয়েছেঃ মার্চ ২০, ২০২২ সময়ঃ ১:৪০ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহ জেলায় নিম্নআয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২০ ই মার্চ) সকাল ১০ টায় জেলার ত্রিশাল পৌর মিলনায়তনে পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার ৩,০২,৯৭১ জন নিম্নআয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

টিসিবির পণ্য বিক্রয় শুভ উদ্বোধন ঘোষণা করেন আয়োজনের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে টিসিবি’র পণ্য বিতরণ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার নির্দেশনা প্রদান করেন।

এ উদ্যোগের প্রথম পর্যায়ে সমগ্র বাংলাদেশে প্রথম পর্যায়ে প্রায় ১ কোটি নিম্নআয়ের মানুষের মাঝে চিনি, ডাল ও তেল এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ছোলা, পেঁয়াজ ও খেজুর বিতরণ করা হবে।

আরও উপস্থিত ছিলেন মো: আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল, আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান, মেয়র, ত্রিশাল পৌরসভা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com