প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৯, ২০২২ সময়ঃ ৯:১৬ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষে টিসিবি পণ্য উপকারভোগীদের মাঝে সুষ্ঠু ভাবে বিতরণে জন্য ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন আজ শনিবার (১৯ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, উপজেলা সমবায় অফিসার মীর মোঃ কাশেম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কুশল আহম্মেদ রনি, উপসহকারী প্রকৌশলী (ডিডিএম) মোঃ আল আমিন, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মোখলেছুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান,উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হকসহ টিসিবির ডিলার ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান জানান, আগামীকাল রোববার (২০ মার্চ) থেকে উপজেলায় নিয়োগকৃত ৮ জন ডিলার ধাপে ধাপে ৪৮ টি পয়েন্টে পণ্য বিক্রি করবে। এ দফায় আগামী ২৭শে মার্চ পর্যন্ত প্রতিদিন এ বিক্রয় কার্যক্রম চলবে ।

উপজেলায় উপকারভোগী পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মোট ১৬ হাজার ৩৩০ জন উপকারভোগীদের মধ্যে এ বিক্রয় কার্যক্রম চলবে ।ট্রাকে পণ্য থাকার পরও যদি উপকারভোগীর তালিকার কাউকে না পাওয়া যায় তাহলে ওই পন্য সাধারণ মানুষের মাঝে বিক্রয় করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com