প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৭, ২০২২ সময়ঃ ৫:৩০ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের ধোবাউড়ায় অজ্ঞাত যুবতী লাশ উদ্ধারের পর ডিবি পুলিশ এবং ধোবাউড়া থানা পুলিশের তৎপরতায় মিললো লাশের পরিচয়। নিহত যুবতীর নাম রিভা আক্তার (১৫)। সে নরসিংদী জেলার মাদবদী উপজেলার খিলগাও পূর্বপাড়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে। পরিবারের সাথে গাজীপুরের বড়বাড়ী গাঁছা রোডে কালিগাছতলা আলী আকবরের বাসায় বাড়া থাকতো।

আটক করা হয়েছে  হত্যার মুলহোতা গোয়াতলা ইউনিয়নে টাংগাটি গ্রামের মৃত তৈয়ব আলী মন্ডলের ছেলে আঃ রাজ্জাককে।
বুধবার (১৬ মার্চ) অভিযান চালিয়ে ডিবি পুলিশের সদস্যরা গাজীপুর থেকে গ্রেপ্তার করে আ: রাজ্জাককে।জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রাজ্জাক তার ভাতিজা ও ভাইকে ফাঁসাতে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার মো. আহমার উজ্জামান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান,

দুই মাস আগে গাজীপুরে আব্দুর রাজ্জাকের সঙ্গে পরিচয় হয় গার্মেন্টসকর্মী রিভা আক্তারের। পরিচয়ের পর তাদের মধ্যে বিভিন্ন সময়ে কথাবার্তা চলে, বাড়ে সখ্যতাও। এক পর্যায়ে রিভাকে বিয়ে করেন রাজ্জাক। বিয়ের পর রাজ্জাকের গাজীপুরের গাছা রোড এলাকায় ভাড়া বাসায় যাতায়াত ছিল তরুণীর। জেলা গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে আসে, জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রাজ্জাক তার ভাতিজা ও ভাইকে ফাঁসাতে গাজীপুর থেকে রিভাকে ময়মনসিংহের ধোবাউড়া কংশ নদের পাশে ওড়না পেঁচিয়ে হত্যার পর মরদেহ ফেলে রাখে। সাথে ভাতিজার জন্ম নিবন্ধনের কাগজ মরদেহের পাশে ফেলে রাখে রাজ্জাক। ওই জন্মনিবন্ধনের সূত্র ধরে যুবক শহিদুল্লাহকে আটক করে পুলিশ। ঘটনার মূল হোতা আব্দুর রাজ্জাককে দুইদিন পর বুধবার অভিযান চালিয়ে গাজীপুর থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের সদস্যরা।

উল্লেখ্য গত মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় তারাকান্দা টু ধোবাউড়া সড়কের গোয়াতলা ইউনিয়নের টাংগাটি নামক স্থানে রাস্তার পাশের ধানক্ষেত থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঐদিন এঘটনায় ধোবাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com