প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৬, ২০২২ সময়ঃ ১১:৩৭ অপরাহ্ণ

জালালুর রহমান  মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ীতে পূর্ব বিরোধের জের ধরে হামলায় ২ নারীসহ আহত হয়েছেন ৩ জন। আহতরা হলেন, আলবার্ট গাবিল এর ছেলে লোনার খাংলাঃ (৪২) স্ত্রী ম্যাগনোলিয়া (২৮) মৃত উস্তেফ তারিয়াং এর মেয়ে এমিকা (২১) সর্ব সাং- এলবিনটিলা, ৭নং ফুলতলা ইউনিয়নের, জুড়ী থানা জেলা মৌলভীবাজার। হামলার ঘটনাটি ঘটেছে  গত বৃহস্পতিবার (১০/মার্চ/২০২২ ইং) রাত অনুমান ১০ ঘটিকা বাদীর বসত বাড়ির সামনে উঠানে। স্থানীয় এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে প্রায় সময় একই গ্রামের ক্লিপ তালাং এর ছেলে ডারলিং পাটোয়াট (৪০) প্রতিবেশী লোনার খাংলাঃ এর বাড়ীর উঠানে আসিয়া মদ খেয়ে মাতাল অবস্থায় ঘরের সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ধারালো অস্ত্র নিয়ে প্রাণে হত্যা করার হুমকি দিতো। ঘটনার দিন আহতদের বাড়ির উঠানে ঘরের কোণে বৈদ্যুতিক বাতির আলোতে বিবাদী ডারলিং পাটোয়াটকে দেখিতে পায় বাদী লোনার খাংলাঃ। ডারলিং পাটোয়াট অশ্লীল ভাষায় গালিগালাজ করে, লোনার খাংলাঃ এর পরিবার অতিষ্ঠ হইয়া নিজ বসতঘর থেকে বাহির হয়ে। ডারলিং পাটোয়াটকে বুঝানোর চেষ্টা করে একপর্যায়ে ডারলিং ,  লোনার কে কিল, ঘুষি, লাথি মারিতে থাকে । লোনার খাংলাঃ এর সাথে ধস্তাধস্তি করিয়া ডারলিং পাটোয়াট উঠানে মাটিতে পড়িয়া যায় এবং সে সজোরে হাল্লা চিৎকার করিয়া উঠিয়া দৌড়ে তাহার বসতঘর থেকে একটি ধারালো দা নিয়ে আসে দেশীয় অস্র দিয়ে হামলা করে লোনার খাংলাঃ কে হত্যা করার জন্য তখন লোনার এর স্ত্রী ম্যাগনোলিয়া ও ভাইরার মেয়ে এমিকা লোনার কে বাচানোর জন্য  ঘর হইতে বাহির হইয়া , ডারলিং কে বাধা দিতে গেলে সে ম্যাগনোলিয়া এবং এমিকাকে এলোপাতাড়ি মারপিট ও লাথি মারিয়া মাটিতে ফেলে দেয়। ম্যাগনোলিয়া কে মাটিতে ফেলে টানা হেছড়া করিয়া তাহার শ্লীলতাহানি  করে। এমিকা বাধা দিতে গেলে ডারলিং পাটোয়াট তাহার হাতে থাকা ধারালো দাঁ দিয়ে এমিকাকে  মাথায় সজোরে কোপ মারে। এমিকার মাথার তালুতে দা এর কুপে মারাত্মক কাটা গুরুতর জখম হয়েছে সে চিৎকার করে মাটিতে পড়িয়া যায়। ডারলিং,  লোনার ও ম্যাগনোলিয়া কে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্হানে লীলা ফুলা জখম করে মহিলাসহ ৩ জনকে রক্তাক্ত গুরুতর  জখমসহ আহত করে তাহারা চিৎকার করিলে ।

পঞ্জীর স্থানীয়রা আহতদের উদ্বার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় গত (১২/৩/২০২২ ইং) আলবার্ট গাবিল এর ছেলে লোনার খাংলাঃ বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ পূর্বক জুড়ী  থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ১৩ । মামলার বাদী ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ  সঞ্জয় চক্রবর্তী বলেন আসামি পলাতক আসামিকে গ্রেফতার করার চেষ্টা করছি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com