প্রকাশিত হয়েছেঃ মার্চ ৮, ২০২২ সময়ঃ ৭:৩০ অপরাহ্ণ
গফরগাঁও, প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে নারী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপি নারী উদ্যোক্তাদের পণ্য প্রদশর্নী ও বিক্রয় মেলা এবং কনসার্ট ফর উইমেন শুরু হয়েছে।
গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমনের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার চত্বরে মেলার উদ্বোধন করেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন।
এ সময় উপস্থিত ছিলেন
পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মতিউর রহমান বাবুল, পৌরসভার প্যানেল মেয়র শাহজাহান সাজু, কাউন্সিলর আরিফুল ইসলাম ভূঁইয়া, ফয়েজুর রহমান জীবন, সোহরাব হোসেন, শিহাব উদ্দিন, বাবুল হোসেন, আমান উল্লাহ আমান, আজিজুল ইসলাম, মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন রত্না, পারভীন আক্তার, শামছুন নাহার শিখা, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক তাজমুন আহমেদ, সাংবাদিকসহ নারী উদ্যোক্তারা।
উদ্বোধনের পরপরই ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতিতে জমে উঠে নারী উদ্যোক্তা মেলা প্রাঙ্গন।
উদ্বোধনকালে পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন বলেন, নারীদের স্বনির্ভরতা অর্জনে উৎসাহিত করতে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পরামর্শক্রমে নারী উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন করা হয়। নারী উদ্যোক্তার স্টল প্রতিযোগীতা যারা ভালো করবে তাদের পুরস্কৃত করা হবে।
মেলায় মোট ৩০ টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ মেলা চলবে।