প্রকাশিত হয়েছেঃ জুন ১৪, ২০২১ সময়ঃ ৫:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ১৪ জুন:-

ময়মনসিংহের ভালুকা উপজেলার সোনাখালী গ্রামে ৫ম শ্রেণী পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা হয়েছে। নির্যাতিতা ওই শিশুর দাদা আসলাম উদ্দিন বাদী হয়ে রোববার রাতে মামলাটি করেন। মামলায় একই গ্রামের মোঃ ছবিল মিয়ার ছেলে আবু বক্করকে (২৬) আসামী করা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামী আবু বক্করকে আটক করেছে।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রোরবার দুপুরে ওই ছাত্রী তাদের পালিত গরুর ঘাস কাটতে তাদের পাশ্ববর্তী কবির মিয়ার কলা ক্ষেতে যায়। পরে অভিযুক্ত আবু বক্কর পিছনদিক দিয়ে চুপিচুপি এসে ওই ছাত্রীকে জোরপূর্বক ঝাপটে ধরে ধর্ষণ করে। মেয়েটির ডাক চিৎকারে কবির মিয়া এগিয়ে আসলে আবু ব্ক্কর দৌড়ে পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুবুর রহমান জানান, মামলা হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আাবু বক্করকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জেল হাজতে পাঠানো হবে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেসনিক বিভাগে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com