প্রকাশিত হয়েছেঃ মার্চ ৭, ২০২২ সময়ঃ ১:০০ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে তারাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন।

ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এবং মুক্তিপ্রেমী লাখো জনতার সামনে ১৯ মিনিট ধরে দেয়া ভাষণে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন।
সেই সাথে তিনি পাকিস্তানের শোষণকারী শাসকগোষ্ঠীর হাত থেকে দেশকে মুক্ত করতে জাতিকে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। বঙ্গবন্ধুর কণ্ঠে ধ্বনিত হয়- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

এসময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ ফজলুল হক, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত,সহকারী কমিশনার (ভূমি), জিন্নাত শহিদ পিংকি,  তারাকান্দা উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রদিপ চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান  নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাকন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, আওয়ামীলীগ যুবলীগের আহ্বায়ক  আব্দুল মান্নান, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগি অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com