প্রকাশিত হয়েছেঃ মার্চ ৩, ২০২২ সময়ঃ ৭:৫৫ অপরাহ্ণ

 

গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ ) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন মানিক, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মীর মোঃ কাশেম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার সুলতান আহম্মেদ, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা সলিম উল্লাহ মোস্তফা, মফিজ আহমেদসহ উপজেলার সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ঐতিহাসিক ৭ মার্চ পালন এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com