প্রকাশিত হয়েছেঃ জুন ১৩, ২০২১ সময়ঃ ৮:১৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ১৩ জুন:-
ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর ও গোবুদিয়া সড়কে মাঝখানের গুবুদিয়া খালের ব্রেইলী ব্রীজটি যেকোনো সময় ভেঙে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। এই ভাঙা ব্রীজ দিয়ে প্রতিদিন শতশত ছোট-বড় বিভিন্ন পণ্যবাহী গাড়ী চলাচল করে।
আগেই ব্রীজটির রেলিং ভেঙে গেছে ও বর্তমানে বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে খুবই ক্ষতিগস্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।স্থানীয় বিভিন্ন চালকরা জানান, তারা খুবই ঝুঁকির মধ্যেই গাড়ী নিয়ে চলাচল করছেন। তাদের ধারনা, যদি মেরামত করা না হয় তবে কিছু দিনের মধ্যেই ব্রীজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এবং যে কোন সময় দূর্ঘটনার আশংকা রয়েছে।
স্থানীয়রা সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের প্রতি সুদৃষ্টি কামনা করছেন।