প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২ সময়ঃ ১০:৫০ অপরাহ্ণ
তারাকান্দা প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তার নাম আসলাম মিয়া । এসময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। শনিবার রাতে তাকে তারাকান্দা উপজেলার মাঝিয়ালি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে শনিবার রাতে গোপনসুত্রে খবর পেয়ে এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ তারাকান্দার মাঝিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসলাম মিয়াকে গ্রেফতার করে। সে মাঝিয়ালি গ্রামের নওয়াব আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।