প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২ সময়ঃ ৬:৫৭ অপরাহ্ণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সতেরবাড়ি আখতারুজ্জামান দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির পদ না পেয়ে অত্র মাদ্রাসার সুপারকে রাস্তায় মধ্যে মটরসাইকেল আটকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে অপর সভাপতি প্রার্থী রুবেল মন্ডল। জানা যায়, বেশ কয়েকদিন যাবৎ উপজেলার পাগলা থানাধীন সতেরবাড়ি আখতারুজ্জামান দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতির জন্য মাদ্রাসার সুপার মোহাম্মদ হাসান মনির কে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিল রুবেল মন্ডল। কিন্তু মাদ্রাসার সুপার কায়সার জামিলকে সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির নাম ঘোষণা করেন। তারই জের ধরে সম্প্রতি মাদ্রাসা সুপার মোহাম্মদ হাসান মনির মাদ্রাসা থেকে দুপুরে বাড়ি যাওয়ার পথে শৈলসাপ মোড়ে পূর্ব থেকে উৎ পেতে থাকা রুবেল মন্ডল সুপারের মটরসাইকেল প্রতিরোধ করে বাঁশের লাঠি দিয়ে তাকে বেদম মারপিট করে পলিয়ে যায়। এসময় সুপারের আত্মচিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে সুপারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে এবং পরে ডাক্তারদের পরামর্শক্রমে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন। এ ঘটনায় সুপারের ছোটভাই পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com