প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২ সময়ঃ ৪:০৩ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত শনিবার (২৬ ফেব্রæয়ারি) বিকেলে গফরগাঁও পৌরসভা চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম খোকা।
সম্মেলনে প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফাহমী গোলন্দাজ বাবেল এমপির সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, সদস্য মি. রেমন্ড আরেং, গৃহায়ণ গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, নাজিম উদ্দিন আহমেদ এমপি, আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি, মি. জুয়েল আরেং এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি ও মনিরা সুলতানা মনি এমপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও পৌর মেয়র এস. এম ইকবাল হোসেন সুমন প্রমূখ। পরে রাত নয়টার স্থানীয় আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়ামে সম্মেলনে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ছয় শতাধিক কাউন্সিলর ফাহমী গোলন্দাজ বাবেল এমপিকে সভাপতি, আশরাফ উদ্দিন বাদলকে সহ সভাপতি ও আবুল কাশেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। পরে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ নির্বাচিত নেতৃবৃন্দদের পরিচিতি করিয়ে দেন।